Tuesday, November 19, 2024
Google search engine
Homeধর্মপূজার অনুষ্ঠানে ইসলামি গা‌নের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, দাবি ছাত্রশি‌বি‌রের

পূজার অনুষ্ঠানে ইসলামি গা‌নের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, দাবি ছাত্রশি‌বি‌রের

জয় বাংলাদেশ : ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম দাবি করেছেন, চট্টগ্রামে জে এম সেন হলে দুর্গাপূজার মহাসপ্তমীর অনুষ্ঠানে ইসলামি গান পরিবেশনকারী দলটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। জাহিদুল ইসলাম এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার মধ‌্যরা‌তে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবু‌কে নিজের আইডিতে পোস্ট দিয়ে এ দাবি করেন।

ফেসবুকে জাহিদুল ইসলাম লেখেন, ‘দা‌য়িত্ব নিয়ে বলছি, এর সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই। শিবির কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এমন কাজকে কখনোই সমর্থন করে না। তাই এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

ঘটনা‌র তদন্ত দা‌বি ক‌রে জাহিদ আরও লিখেছেন, ‘নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উঠে আসুক। কেউ দোষী হলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। সত্যতা যাচাই না করেই যারা বিভিন্ন সময়ে শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালায়, তারা একটা সময় গিয়ে নিজেদের বিবেকের কাছেই প্রশ্নবিদ্ধ হবেন।’

গতকাল সন্ধ্যায় পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ নামের একটি সংগঠন দুটি গান পরিবেশন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ার পর সেখানে হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা সেখানকার সামনের সড়কে বিক্ষোভও করেন। পরে সেনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বাড়ানো হয়। এ ঘটনায় নুরুল করিম ও শহীদুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments