Tuesday, November 19, 2024
Google search engine
Homeবিজ্ঞান ও প্রযুক্তিপ্রিমিয়ার প্রোর নতুন আপডেটে অডিও এডিটিং সুবিধা

প্রিমিয়ার প্রোর নতুন আপডেটে অডিও এডিটিং সুবিধা

২০২৪ সালের সানডেন্স ফিল্ম ফেস্টিভেলের আগে এডোব প্রিমিয়ার প্রোতে বেটা আকারে অডিও এডিটিং ফিচার চালু হয়েছে। এক প্রেস রিলিজে জানানো হয়েছে, নতুন আপডেটে ইন্টারেকটিভ ফেইড হ্যান্ডলস, ট্যাগিং টুলস, ইফেক্ট ব্যাজ এবং রিডিজাইনকৃত ওয়েভফর্ম যুক্ত করা হয়েছে। নতুন এই ফিচার নতুন ও এক্সপার্ট সব ধরনের ব্যবহারকারীই ব্যবহার করতে পারবে।

মোদ্দাকথা, এখন অডিও আরও ভালোভাবে এডিট করা যাবে। জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়ার তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে চাচ্ছে। বিশেষত নতুনদের আকর্ষণ করার চিন্তাই তাদের বেশি।

নতুন ফিচারের মধ্যে ইন্টারেকটিভ ফেস হ্যান্ডলটি আকর্ষণীয়। এডিটররা এখন সহজেই কাস্টম অডিও ট্রানজিশন করতে পারবেন। সেজন্য ক্লিপ ড্র্যাগ করলেই ফেড ইন আর আউট ইফেক্ট হবে। বলা বাহুল্য, আগে ফেড যুক্ত করা কঠিন ছিল।

এডোব এই আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অডিও ক্লিপ ক্যাটাগরির ভিত্তিতে যুক্ত করার সুযোগ দিচ্ছে। ট্যাগগুলো নতুন আইকন ব্যাজের মাধ্যমে দেখা যায়। ক্লিক টাইপের মাধ্যমে সঙ্গে সঙ্গেই এখন কন্ট্রোলে দ্রুত এক্সেস পাওয়া যাবে। ইফেক্ট ব্যাজ মূলত ভিজুয়াল ইন্ডিকেটর।

এসব বাদেও কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এনহ্যান্স স্পিচ টুলও ফেব্রুয়ারিতে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments