Tuesday, November 19, 2024
Google search engine
Homeখেলাফুটবল সম্রাটকে হারানোর এক বছর

ফুটবল সম্রাটকে হারানোর এক বছর

২০২২ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল সম্রাট পেলে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

লম্বা সময় কিডনি এবং প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে রুটিন চেকআপের অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। তবে সেখান থেকে আর ঘরে ফেরা হয়নি কিংবদন্তি এই ফুটবলারের। শারীরিক অবস্থার অবনতি হলে ২০২২ কাতার বিশ্বকাপে তার জন্য প্রার্থনায় বসেন ভক্তরা। পেলে বিশ্বকাপ ফাইনাল দেখে যেতে পারলেও নতুন বছরের আগে বিশ্বকে কাঁদিয়ে চলে যান পেলে।

ফুটবল সম্রাটের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। সে নামে অবশ্য তাকে চেনেনি বিশ্ব। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments