জয় বাংলাদেশ : চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ দেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় পানিতে আটকে পড়া ৭৭৯ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। এতে বলা হয়, ২১ থেকে ২৩ আগস্ট বিকেল পর্যন্ত পাঁচজন গর্ভবতী নারী ও ১৯ জন বৃদ্ধ-বৃদ্ধাসহ মোট ৭৭৯ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এই সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ফেনী জেলা থেকে ২৮৭ জন, কুমিল্লা থেকে ১৬৪ জন, চট্টগ্রাম জেলা থেকে ১১৫ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ১১২ জন, নোয়াখালী জেলা থেকে ১৩ জন, খাগড়াছড়ি জেলা থেকে ২৩ জন, চাঁদপুর জেলা থেকে ছয়জন, মৌলভীবাজার জেলা থেকে ৫০ জন ও লক্ষ্মীপুর জেলা থেকে ৯ জনকে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ৯টি দল বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণসামগ্রী বিতরণ করছে। বন্যাকবলিত এলাকায় গিয়ে উদ্ধারকাজ পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।