জয় বাংলাদেশ : আমেরিকায় প্রবাসীদের সবর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক্ এর নির্বাচনে সেলিম-আলী পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করায় বিজয়ী ও বিজিত পরিষদসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ ও সকল ভোটারের প্রতি অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক স্যার ড. আবু জাফর মাহমুদ।
রোববার রাতে উডসাইডের গুলশান টেরেসে বর্ণাঢ্য আনন্দঘন পরিবেশে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় তিনি এক বিবৃতিতে বলেন, যারা ভোট দিয়ে তাদের যোগ্যতম সংগঠক নির্বাচিত করেছেন তাদের ভূমিকা সবসসময় অগ্রগণ্য।
যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছেন নির্বাচন কমিশন। পক্ষপাতিত্বহীন এই কর্মকাণ্ড ছিলো মনে রাখার মতো।
তারপরও এনির্বাচনে সেলিম-আলী পরিষদ প্যানেলকে জিতিয়ে আনার ক্ষেত্রে সাংগঠনিক, নীতিগত ও ষ্ট্র্যাটেজিক কর্মতৎপরতায় অসাধারণ যোগ্যতার সাক্ষর রেখেছে আমার প্রিয় ছোটো ভাই (খালাতো ভাই) এস এম ফেরদৌস। অর্থবহ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার ক্ষেত্রে অপর প্যানেলের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছে আমার আরেক ছোটো ভাই (মামাতো ভাই) ওয়ালিদুল ইসলাম।আমি তাদের দুজনসহ নির্বাচন পরিচালনা কমিটির সকল কর্মকর্তা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদও অভিনন্দন জানাই।
সকল মিডিয়ার উপস্থিতিও পর্যবেক্ষণ তৎপরতা ভোট পর্ব ব্যবস্থাপনা এবং ফলাফল প্রকাশে অসাধারণ আপন পরিবেশ গড়ায় অবদান রেখেছে। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই, নির্বাচিত প্যানেলের পৃষ্ঠপাষক প্রবাসের বিশিষ্ট ব্যবসায়ী আমার পরম আত্মীয় শাহেনওয়াজ ও তার স্ত্রী আমার কন্যাসম স্বনামধন্য শিল্পী রানো নেওয়াজ, কাজী আযম, ফিরোজ আহমেদ,লুতফুল কবির, আবুল কাশেম, হাজী আনোয়ার লিটন, ফয়সাল দেলোয়ারসহ অগণিত সামাজিক নেতৃবৃন্দকে।জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ওজনপার্ক, ম্যানহাটন এবং ব্রংসের প্রভাবশালী সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দদের। তিনি বলেন, অত্যন্ত সুশৃংখল পরিবেশে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে প্রবাসে আরেকটি নজির সৃষ্টি হলো।
আমি বিশ্বাস করি, প্রবাসে আমেরিকান সমাজে বাংলাদেশিদের আত্মপরিচয় বিকাশে ও সামাজিক একতায় বাংলাদেশ সোসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তাদের বৃহৎ সাংগঠনিক অগ্রযাত্রা অন্যান্য সংগঠনের জন্য হয়ে উঠুক অনুসরনীয়।
আসছে ৫ই নভেম্বর মংগলবার আমেরিকার সাধারণ নির্বাচনে অংশগ্রহণে নিউইয়র্কবাসী বাংলাদেশী তাদের এই একতাবদ্ধভাবে মূলধারার নির্বাচনে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ উদাহরণ সৃষ্টি করবে। নিউইয়র্ক ডেমোক্রেটিকদের একক প্রভাবশালী রাজ্য পরিচয়ের ঐতিহ্য রক্ষা এবং সমৃদ্ধ করার অগ্রযাত্রায় অনবদ্য অবদান রাখবে বাংলাদেশী আমেরিকানরা।
দিনব্যাপী ভোটে অংশ নেয়ার পর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস ‘পিপল আপ’ আয়োজন করেছে ‘ইলেকশন ওয়াচ পার্টি’। এটি ভোট গণনা দেখা এবং ভোটে অংশ নেয়ার নৈতিক বিজয়ের উৎসব উদযাপন অনুষ্ঠান। নির্বাচিত প্রতিনিধিদের অনেকেই এতে অংশ নেবেন। থাকবে বিনোদন এবং আপ্যায়নের ব্যবস্থা ।