Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদবাংলাদেশে ডেঙ্গুতে চলতি মাসে ২০ জনের মৃত্যু

বাংলাদেশে ডেঙ্গুতে চলতি মাসে ২০ জনের মৃত্যু

জয় বাংলাদেশ : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬১ জন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) ডেঙ্গু নিয়ে ৫৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৫১ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪১ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এ ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১০৬ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামে। একই সময় ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬১, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪, রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫, রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯ ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৮ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮৪৫ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫১ দশমিক ৫ শতাংশ নারী ও পুরুষ ৪৮ দশমিক ৫ শতাংশ।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments