জয় বাংলাদেশ : বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন প্রাণঘাতী উল্লেখ করে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও কংগ্রেস সদস্য গ্রেস মেং। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এমন উদ্বেগ প্রকাশ করেন । জানান, এই ছাত্র আন্দোলনে যারা নিহত, আহত হয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি সমর্থন আছে তার । বিবৃতিতে তিনি জানান , মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বাংলাদেশের সরকারের সাথে আলোচনা চালিয়ে যেতে সহকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য , পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস -পিপল আপের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করার পরপরই এমন বার্তা দিলেন তিনি।