Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদবাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: এবি পার্টি

বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: এবি পার্টি

জয় বাংলাদেশ: দেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানিয়েছে এবি পার্টি। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার দুপুরে ফেনী সদর উপজেলার শর্শদী উচ্চবিদ্যালয়ে ঠাঁই নেওয়া বন্যার্ত মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে এবি পার্টির নেতারা এ কথা বলেন। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের জন্য এবি পার্টির পক্ষ থেকে তিনবেলা রান্না করা খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয় আজ।

শর্শদী উচ্চবিদ্যালয়ে এই কর্মসূচি উদ্বোধন করে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বন্যায় যে ভয়াবহ ক্ষতি সাধিত হয়েছে, তাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সাধারণ মানুষের দেওয়া সহযোগিতার মধ্যে সমন্বয় করতে হবে।

এর আগে এবি পার্টির কেন্দ্রীয় নেতারা বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। তাঁরা দলের পক্ষ থেকে সেনাবাহিনীর সদর দপ্তরে অবস্থিত কেন্দ্রীয় ত্রাণ ভান্ডারে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম অঞ্চলের দুর্গত মানুষের জন্য বিভিন্ন ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব, ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক আলতাফ হোসেইন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব এম আমজাদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম, এবি পার্টি ফেনী জেলা সভাপতি আহসান উল্লাহ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments