Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদবিএনপির আমানসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

বিএনপির আমানসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।

এদিন মামলায় বাদী এসআই মো. কেরামত আলী হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। এসময় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রকিবুল হাসান সাক্ষীর জবানবন্দী রেকর্ড করেন। জবানবন্দী শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেন আদালত।

জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর ১৮ দলের ডাকা সড়ক, রেল, নৌপথ অবরোধের অংশ হিসেবে নেতাকর্মীরা কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় যানবাহনের গতিরোধ করে। গাড়িতে ভাঙচুর করে। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাঁধা দিলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় পরদিন কেরানীগঞ্জ মডেল থানার এসআই কেরামত আলী বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে একই থানার এসআই অশোক কুমার ২০১৪ সালের ১৭ জুলাই ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments