জয় বাংলাদেশ: “ভয়েস ফর রিফর্ম” নামে নতুন একটি নাগরিক প্লাটফর্মের আত্মপ্রকাশ করেছে । গত ১৭ সেপ্টেম্বর এই নাগরিক প্লাটফর্মের ঘোষণা দেয়া হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন সংস্কারের ব্যাপারে সঠিক পরামর্শ দেওয়া ও বাস্তবায়নযোগ্য সমাধান উপস্থাপন করার সাথে সাথে সাধারণ নাগরিকদের সাথে নিয়ে একটি নাগরিক প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবে এই নতুন প্লাটফর্ম।
এই নাগরিক প্লাটফর্মে যেমন আছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র-ছাত্রীরা (সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের), তেমনি আছে সমাজের অন্যান্য অংশের নাগরিকরা – উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষক, শ্রমিক নেতা, মিডিয়া এক্টিভিস্ট, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী।
আগামী ৪ অক্টোবর ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে “মেরামত আলাপ” আয়োজন করা হবে এই প্লাটফর্মের আয়োজনে। বর্তমান প্রেক্ষাপটে বেশ কিছু জরুরি বিষয়ের উপর সংস্কার প্রস্তাব আলোচনা করা হবে এই সম্মেলনে। সকলের সহযোগিতা চাচ্ছি এই মেরামত যাত্রায়।