জয় বাংলাদেশ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। মঙ্গলবার নতুন এক জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প ভোটার সমর্থনে কমালার চেয়ে কয়েক কদম পিছিয়ে রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, সিয়েনা কলেজ এবং নিউইয়র্ক টাইমস কর্তৃক পরিচালিত জরিপে কমালা হ্যারিস জনসমর্থন পেয়েছেন ৪৯ শতাংশ।
অন্যদিকে রিপাবলিকান নেতা ট্রাম্পের পক্ষে জনসমর্থন পড়েছে ৪৬ শতাংশ। নিবন্ধিত ভোটাররা ট্রাম্পের চেয়ে কমালাকেই এগিয়ে রেখেছেন। তবে শক্তিশালী নেতৃত্বের ক্ষেত্রে ট্রাম্পকেই অগ্রাধিকার দিয়েছেন ভোটররা।
গত মাসে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর টাইমস এবং সিয়েনার জরিপে ৪৭ শতাংশ সমর্থন পেয়েছিলেন কমালা ও ট্রাম্প। উভয় জরিপের ফলাফলই রিয়েল ক্লিয়ার পলিটিক্স ডট কম এর (RealClearPolitics.com) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যা ন্যাশনাল নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ। ফলাফলে দেখা যাচ্ছে ট্রাম্পের চেয়ে দুই পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন কমালা। এখন নির্বাচনের ফলাফল নির্ধারণের সম্ভাবনা হিসাবে দেখা সাতটি নির্বাচনী রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা কঠিনতর হচ্ছে।