জয় বাংলাদেশ : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশটির কেন্দ্রীয় সরকারকে ঢেলে সাজাবেন। সেই লক্ষ্যেই ট্রাম্প ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে নিয়ে নতুনভাবে গঠিত ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি (ডোজ) বিভাগের দায়িত্ব দিয়েছেন।
গত বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার ট্রাম্প এই নতুন বিভাগটি চালু করেন।
মাস্ক ও রামাস্বামীকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি খাত থেকে এক লাখ চাকরি কমানোর দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এই উদ্যোগকে তিনি ‘আমাদের আমলের ম্যানহাটন প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করেন।