Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজযুক্তরাষ্ট্র বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠিয়ে দেশ সংস্কারে অংশ নেয়ার আহ্বান

যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠিয়ে দেশ সংস্কারে অংশ নেয়ার আহ্বান

জয় বাংলাদেশ : জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানী, ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাওজুল কবির খান। যুক্তরাষ্ট্রে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন এই উপদেষ্টা।

ব্রুকলিনে সোমবার রাতে নিজ এলাকা সন্দ্বীপ সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের প্রতি দায়বদ্ধ থেকে দেশ সংস্কারে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ তৈরি হলেই নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এসময় তাকে স্বাগত জানাতে কয়েকশ মানুষ যোগ দেন সংবর্ধনা অনুষ্ঠানে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় সাবেক এই সচিবকে।

দীর্ঘদিন পর চট্টগ্রামের সন্দ্বীপের কেউ সরকারের মন্ত্রিসভায়। যোগাযোগ ও বিদ্যুৎ সমস্যায় জর্জরিত এলাকাটির বিপুলসংখ্যক মানুষ বাস করেন নিউ ইয়র্কে। এলাকার সন্তানকে কাছে পেয়ে সংবর্ধনার পাশাপাশি সন্দ্বীপের উন্নয়নে নানা দাবির কথা তুলে ধরেন সন্দ্বীপ সোসাইটির প্রেসিডেন্ট।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর শহীদ ও আহতদের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করছে এ সরকার। দায়িত্বের বেশি একদিনও বেশি ক্ষমতায় থাকার ইচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে জানান তিনি।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে চট্টগ্রামের সাথে সন্দ্বীপের ফেরি যোগাযোগ চালুর ঘোষণা দেন তিনি। বিগত সরকারের অর্থনৈতিক নানা দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, জনগণের কল্যানের বাইরে নতুন কোন মেগা প্রকল্পের কাজে এ সরকার হাত দেবেনা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাস্মদ ইউনূসের একদিন আগেই নিউ ইয়র্কে পৌঁছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে উপদেষ্টা ডক্টর ফাওজুল কবির খান। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে পাশাপাশি সড়ক পরিবহন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments