Tuesday, November 19, 2024
Google search engine
Homeবিজ্ঞান ও প্রযুক্তিযেসব সেটিংস বদলে সন্তানের দেবেন স্মার্টফোন

যেসব সেটিংস বদলে সন্তানের দেবেন স্মার্টফোন

আজকাল আট থেকে আশি সবার হাতে স্মার্টফোন। এর সুবিধা যেমন আছে অসুবিধাও তো কম নেই। তাই আপনার ছোট্ট সদস্যের হাতে এই যন্ত্র তুলে দেওয়ার আগে প্রয়োজন কিছু সতর্কতার। অনলাইনে সুরক্ষিত রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শঙ্কা এড়াতে শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে পাঁচটি সেটিংস চালু করে দিন।

প্যারেন্টাল কন্ট্রোল
কমবেশি সব স্মার্টফোনেই প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা রয়েছে। এ সুবিধা চালু করে দিন। এতে নির্দিষ্ট অ্যাপ, ওয়েবসাইটে যেতে পারবে না শিশুরা। এতে শিশু সুরক্ষিত থাকবে।

কনটেন্ট ফিল্টার
কনটেন্ট ফিল্টার সুবিধা ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ, প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য কন্টেন্টে প্রবেশ সীমাবদ্ধ করা যায়। ফলে শিশুর সামনে কোন অপ্রীতিকর কন্টেন্ট আসবে না।

সেফ সার্চ সেটিংস
ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার ও সার্চ ইঞ্জিনে সেফ সার্চ সেটিংস চালু করে দিন। এতে শিশুরা ইন্টারনেট ব্যবহার করলেও সম্ভাব্য ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।

স্মার্টফোন এবং অ্যাপে স্ক্রিন টাইম লিমিট করা যায়। এতে নির্দিষ্ট সময় পর অ্যাপ ব্যবহার করা যায় না। এটি শিশুকে অতিরিক্ত সময় ধরে স্মার্টফোন ব্যবহার থেকে সুরক্ষিত রাখে।

সূত্র: গ্যাজেটসনাউ ডটকম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments