জয় বাংলাদেশ : কানাডার সোমবার ভারতীয় হাইকমিশনারসহ ছয়জন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে ট্রুডো প্রশাসন। পুলিশের তদন্তে ক্যানাডায় অবস্থানকারী শিখ বিচ্ছিন্নতাবাদীদের ভারত সরকারের এজেন্টদের মাধ্যমে হত্যা, হয়রানি এবং অন্যান্য হিংসাত্মক আচরণের শিকার বানানোর বিষয়টি উঠে আসার পরই দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা জানিয়েছে, ছয় ভারতীয় কূটনীতিক এবং দূতাবাস কর্মকর্তাকে বহিষ্কারাদেশ পাঠিয়ে দেয়া হয়েছে।কানাডার নাগরিকদের বিরুদ্ধে ভারতীয় সরকারের এজেন্টদের মাধ্যমে সহিংস ঘটনা ঘটানোর অভিযোগেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে, কানাডার এই পদক্ষেপের জবাবে নয়াদিল্লিও কানাডিয়ান দূতাবাসের ছয় কর্মকর্তাকে বহিষ্কার করেছে যাদের মধ্যে রয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত স্টুয়ার্ট রস হুইলার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
একই সাথে ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে ক্যানাডা সরকারের তোলা অভিযোগ অযৌক্তিক বলে দাবি করেছে নয়াদিল্লি। মোদি সরকারের অভিযোগ, রাজনৈতিক ফায়দা লুটতেই কানাডা এমন পদক্ষেপ নিয়েছে।
সোমবার রয়্যাল কানাডা মাউন্ট পুলিশ কমিশনার মাইক ডুহেম এক সংবাদ সম্মেলন করে তদন্তের পুরো বিষয়টি তুলে ধরেছেন।
কমিশনার ডেহেম জানান, তাদের তদন্তে স্পষ্ট, কোনো কোনো ভারতীয় কূটনীতিক, নিজেদের ক্ষমতার অপব্যবহার করে, গোপন কর্মকাণ্ডে জড়িয়েছেন। তাদের দাবি কানাডায় এবং কানাডার বাইরে, ভারত সরকার নিজেদের এজেন্ট নিয়োগ করে তথ্য সংগ্রহ করেছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ভারত সরাকারের এজেন্টরা, কানাডার মাটিতে হত্যাকাণ্ডসহ একাধিক সহিংস ঘটনার সাথে জড়িত যা কোনভাবেই গ্রহণযোগ্য না।
তিনি অভিযোগ করেন, এই বিষয়ে মোদি সরকারে সহায়তা চাওয়া হলেও, নয়াদিল্লির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ক্যানাডা থেকে নিজেদের ছয় কূটনীতিককে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে ভারত।