Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদরাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন তারেক রহমান

রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন তারেক রহমান

জয় বাংলাদেশ : নোয়াখালীতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জেলার বিশেষ আদালতের বিচারক আহছান তারেক মামলার চূড়ান্ত শুনানি শেষে তারেক রহমানকে খালাস দেন।

এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীসহ দলীয় নেতা-কর্মীরা রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া বলেছেন, আজ চূড়ান্ত শুনানি শেষে তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। মিথ্যা মামলা দেওয়া জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হকের বিরুদ্ধে শিগগির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ মামলার মধ্য দিয়ে বিএনপির নেতা-কর্মীদের অসম্মানিত করা হয়েছে। অপমানিত করা হয়েছে।

জানা গেছে, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর যুবলীগ নেতা একরামুল হক তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলার আবেদন করেন। আবেদনটি আদালত থেকে ২৭ ডিসেম্বর বেগমগঞ্জ থানায় পাঠানো হয়। থানায় সেটি তদন্ত শেষে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। মামলায় তারেক রহমানকে একমাত্র আসামি করা হয়।

মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন আদালতে অভিযোগপত্র দেন। এতে আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত বলে উল্লেখ করা হয়।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments