Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজরোহিঙ্গাদের জন্য ১৯৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের জন্য ১৯৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

জয় বাংলাদেশ : মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ১৯৯ মিলিয়ন ডলারের অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে সহায়তা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের একটি সাইড ইভেন্টে মঙ্গলবার এই ঘোষণা দেন আন্ডার সেক্রেটারি অফ স্টেইট ফর সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, উজরা যিয়া। পরে ডিপার্টমেন্ট অফ স্টেইটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।
মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে ২০১৭ সাল থেকে বাংলাদেশে মিলিয়নের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে। বাস্তুচ্যুত এসব রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের জন্য বিশাল অঙ্কের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক সাইড ইভেন্টে এই তহবিল ঘোষণা করা হয়।

১৯৯ মিলিয়ন ডলার তহবিলের মধ্যে প্রায় ৭০ মিলিয়ন ডলার ডিপার্টমেন্ট অফ স্টেইটের বিউরো অফ পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশনের মাধ্যমে দেয়া হবে। ইউএসএইডের মাধ্যমে দেয়া হবে ১২৯ মিলিয়ন ডলার। ৭৮ মিলিয়ন ডলার দেয়া হবে ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচারস কমোডিটি ক্রেডিট কর্পোরেশনের মাধ্যমে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা লোকদের সুরক্ষা, আশ্রয় ও খাদ্য জোগাতে অ্যামেরিকার এই সহায়তা বড় ভূমিকা পালন করবে। এর পাশাপাশি দুর্যোগ প্রস্তুতি, শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রেও সহায়তা করবে। যা শরনার্থীদের তাদের নিজ ভূখণ্ডে ফেরার জন্য প্রস্তুত করবে।

২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের সহায়তায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার তহবিল দিয়েছে অ্যামেরিকা সরকার। এর মধ্যে বাংলাদেশকেই দেয়া হয়েছে ২ দশমিক ১ বিলিয়ন ডলার। প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের যে কোনো সংকটে সাহায্য করতে অ্যামেরিকা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments