জয় বাংলাদেশ : লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নাম নথিভুক্ত করতে বলেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়া ও সময়মতো পরিবহন নিশ্চিতে অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দূতাবাস। সরকার দেশে ফিরতে ইচ্ছুক সব নাগরিককে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে রাষ্ট্রদূতকে নির্দেশ দিয়েছেন। যাঁরা লেবাননে থেকে যেতে ইচ্ছুক, তাঁদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, লেবানন থেকে প্রায় এক হাজার বাংলাদেশি অভিবাসী শ্রমিক দেশে ফিরতে চান। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার সম্প্রতি অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে লেবাননে থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য একটি কাঠামো তৈরি করে।
মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, লেবাননে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছে সরকার। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ হলো বৈরুতের বিমানবন্দর বর্তমানে ফ্লাইট পরিচালনার জন্য নিরাপদ নয়। আমরা বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য যুদ্ধক্ষেত্রের বাইরে বিকল্প স্থান খোঁজার পরামর্শ দিয়েছি।’
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে লেবানন সীমান্তে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ১৭ সেপ্টেম্বর দেশটিতে বিমান হামলা শুরু করে। এরপর ৩০ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ সীমান্ত দিয়ে ঢুকে ইসরায়েলি সেনারা স্থল হামলা শুরু করেন।
রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে লেবাননে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অনেক দেশ লেবাননে থাকা তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।