Tuesday, November 19, 2024
Google search engine
Homeনিউইয়র্ক নিউজলোকসানে পড়ে বন্ধ হলো ১৩৪ বছরের পুরনো রিটেইলার কোম্পানি

লোকসানে পড়ে বন্ধ হলো ১৩৪ বছরের পুরনো রিটেইলার কোম্পানি

জয় বাংলাদেশ : টানা লোকসানের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে শেষমেষ দেউলিয়াত্বের আবেদন করেছে যুক্তরাষ্ট্রের ১৩৪ বছরের পুরনো আসবাবপত্র ও ইলেকট্রনিক্স রিটেইলার কোম্পানি কনস হোমপ্লাস । এরই মধ্যে ১৭০টি দোকানের প্রায় অর্ধেক বন্ধ করে দিচ্ছে গৃহস্থলি পণ্য বিক্রেতা এই কোম্পানি। মঙ্গলবার, টেক্সাস ভিত্তিক সংস্থাটি চ্যাপ্টার ইলেভেনের আওতায় দেউলিয়া সুরক্ষার জন্য এ আবেদন করে। তথ্য অনুযায়ী, কনের দায় কমপক্ষে ১ বিলিয়ন ডলার।

এরই মধ্যে কনের প্রায় ৭০টি হোমপ্লাস স্টোর বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। কোম্পানিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ফ্লোরিডা স্টেইটে। এই স্টেইটের ১৮ টি স্টোর বন্ধ হওয়ার তালিকায় রয়েছে। পরের অবস্থানে রয়েছে টেক্সাস। টেক্সাসে কনের নয়টি স্টোর বন্ধ করা হয়েছে। এছাড়া অ্যারিজোনা, কলোরাডো, নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ায় স্টোরগুলো বন্ধ রয়েছে।

জানা গেছে, কোম্পানির শেয়ারগুলো বছর জুড়ে ৮০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে এবং সংস্থাটি কয়েক সপ্তাহ আগে নাসডাক থেকে একটি তালিকাচ্যুতির নোটিশ পেয়েছে। গত বছর, কনস ‘ব্যাডকক হোম ফার্নিচার অ্যান্ড মোর’ নামে গৃহস্থলি পণ্য রিটেইলার ডব্লিউএস ব্যাডকক কিনে নেয়। এই ক্রয়ের ফলে কোম্পানির দুটি ব্র্যান্ডের ৫০০টিরও বেশি স্টোর বেড়েছে। তবে ৩৫ টি ব্যাডকক স্টোরও বন্ধ হয়ে যাচ্ছে।

মহামারি বৃদ্ধির পরে প্রধান আসবাবপত্রের খুচরা বিক্রেতারা বাজারে টিকে থাকার জন্য লড়াই করছে। অ্যামেরিকানরা ক্রমাগত মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে। আসবাবপত্রের মতো সৌখিন আইটেমগুলো বাজেট-সচেতন ভোক্তাদের শপিং তালিকা থেকে দ্রুত বাদ পড়েছে। এর ফলে আসবাবপত্র চেইন জেড গ্যালারি, মিচেল গোল্ড প্লাস বব উইলিয়ামস গত বছরের মধ্যে দেউলিয়ার জন্য নথিভুক্ত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments