Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদশেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আরও তিন অভিযোগ

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আরও তিন অভিযোগ

জয় বাংলাদেশ : কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুলি করে হত্যা এবং গুলিতে আহত হওয়ার পৃথক ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে পৃথক তিনটি অভিযোগ দায়ের হয়েছে।

নিহত দুই পরিবারের সদস্য এবং গুলিতে আহত এক ব্যক্তি আজ মঙ্গলবার অভিযোগ দাখিল করেন। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩টি এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ৯টিসহ মোট ২২টি অভিযোগ দায়ের হলো।

অভিযোগ দায়ের হওয়ার বিষয়টি জানিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি করে দুজনকে হত্যা এবং একজন আহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি অভিযোগ দাখিল করেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং ভুক্তভোগী ব্যক্তি। অভিযোগগুলো গ্রহণ করা হয়েছে।

এই প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই উত্তরা ৭ নম্বর সেক্টরে গুলি করে সাব্বির ইসলাম সাকিবকে হত্যার ঘটনায় তাঁর বাবা শহিদুল ইসলাম মল্লিক অভিযোগ করেছেন। এতে শেখ হাসিনাসহ ৬০ জনকে আসামি করা হয়।

৫ আগস্ট গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার কাছে শফিপুর আনসার–ভিডিপি একাডেমির সামনে মোহাম্মদ আয়াতুল্লাহ গুলিতে নিহত হন। এ ঘটনায় তাঁর বাবা মো. সিরাজুল ইসলাম শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অপর অভিযোগটি করেন।

আর ১৮ জুলাই ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরা পূর্ব থানা এলাকার বিএনএস সেন্টারের সামনে চোখে গুলিবিদ্ধ মোহাম্মদ মমিনুল ইসলাম মারজান নিজে আরেকটি অভিযোগ করেছেন। এতে শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়েছে।

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments