‘সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, দেশের ভবিষ্যৎ আজ গভীর অন্ধকারে নিমজ্জিত। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা।
বুধবার (২০ ডিসেম্বর) বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন প্রসঙ্গে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই কেবল এদেশে গণতন্ত্র ফিরে আসতে পারে। যা অর্জন করার উদ্দেশ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ রাজপথে নেমেছে।’
তিনি আরও বলেন, ‘এদেশের মানুষের মৌলিক ভোটের অধিকার তথা সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত—আমাদের রাজপথের আন্দোলন চলতেই থাকবে।’