জয় বাংলাদেশ: বন্দুক যুদ্ধ, গুলিসহ সকল প্রকারের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রস্তাব করতে যাচ্ছে নিউইয়র্ক সিটি । নগরের আইন প্রণেতারা এরই মধ্যে গুলি সহিংসতা মোকাবিলার জন্য নতুন বিল প্রস্তাব করেছেন।
প্রস্তাবিত আইনটি, নিউইয়র্ক সিটির অস্ত্র বিক্রি করে দোকানগুলিকে এমন সাইন প্রদর্শন করতে বাধ্য করবে যা ছবির মাধ্যমে এবং সতর্কতামূলক ভাষায় গুলির ঝুঁকি সম্পর্কে জানাবে।
নিউইয়র্ক সিটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মানুষরা বলছেন , এটি গুলির আঘাত এবং মৃত্যুর প্রতিরোধ করতে সহায়ক হতে পারে, বিশেষত যখন সিটির ম্যানহাটন, কুইন্সসহ ৫ টি বরোতে আগ্নেয়াস্ত্র বেচা-কেনার চাহিদা বাড়ছে।
এদিকে, নিউইয়র্ক সিটি কর্মকর্তারা বলছেন, বিলটি সিগারেট প্যাকেজিংয়ে অন্য দেশের আইনের আঙ্গিকে করা হবে। আর এ বিল যদি পাস হয়, এই বিলটি যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রথম হবে।