Tuesday, November 19, 2024
Google search engine
Homeস্বদেশ সংবাদসম্প্রীতির জাগ্রত চেতনাকে আর বিভক্ত করা যাবে না: রিজভী

সম্প্রীতির জাগ্রত চেতনাকে আর বিভক্ত করা যাবে না: রিজভী

জয় বাংলাদেশ: উৎসবের জায়গা যাতে কেউ বিনষ্ট না করতে পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘হাজার বছর ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান আমরা একসঙ্গে এ দেশে বাস করছি। বৌদ্ধদের আমল, হিন্দুদের আমল, মুসলমানদের আমল—বিভিন্ন আমল থাকতে পারে, কিন্তু উৎসবের কোনো আমল ছিল না। ছিল মহামিলনের একটি জায়গা, একটি প্রাঙ্গণ। সেই প্রাঙ্গণ যাতে কেউ বিনষ্ট না করতে পারে, সবাইকে সেদিকে সজাগ থাকতে হবে।’

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘শতাব্দীর প্রাচীন এই উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে। এই উৎসবের দরজা কখনো বন্ধ থাকেনি। এই উৎসবের বেদিতে দাঁড়িয়ে আমরা কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম হতে পারি। কিন্তু আমরা তো একই ভূখণ্ডের ওপর দাঁড়িয়ে আছি। একই আলো, বাতাসে অবগাহন করি। এই অবগাহনের মধ্য দিয়ে আমাদের ঐশিক চিন্তা জাগ্রত হয়েছে। জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না। শুধু নিজের স্বার্থের জন্য জঙ্গি, সাম্প্রদায়িক যে বিভেদ রেখা তৈরি করা হয়েছিল সেটা আর করতে পারবে না। ’

বিএনপির এই নেতা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এই উৎসবকে আরও আনন্দদায়ক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়েছে এবং হবেন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments