জয় বাংলাদেশ : নিম্ন ও মধ্য আয়ের নাগরিকদের সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য ৫শ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটি। সোমবার সিটি জুড়ে চলমান আবাসন সংকট মোকাবেলায় বিভিন্ন স্থানে সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণের জন্য এ অর্থ বিনিয়োগের ঘোষণা দেয়া হয় ।
সিটি কর্তৃপক্ষ বলছে, এ তহবিলের সিংহভাগ যোগান দেবে ব্যাটারি পার্ক সিটি অথরিটির রাজস্ব আয়। এখন পর্যন্ত, বিপিসিএ (BPCA ) সাশ্রয়ী মূল্যের আবাসন ইউনিটের জন্য ৪৬১ মিলিয়ন অর্থ দিয়েছে , যা দষ হাজারটিরও বেশি ইউনিট নির্মাণ বা সংরক্ষণ করতে সহায়তা করেছে।
এ প্রসঙ্গে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, নিউইয়র্কে বসবাসরত কর্মজীবি মানুষদের জন্য এই উদ্যোগ অনেক বেশি স্বস্তি দেবে, যেখানে একটি প্রজন্ম আবাসন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের প্রশাসন এবং আমাদের অংশীদাররা একত্রিত হয়ে আরও সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ করতে বদ্ধ পরিকর। নাগরিকদের জন্য স্বাস্থ্য সম্মত কম দামে আবাসন সুবিধা নিশ্চিতের একমাত্র উপায় হল আরও আবাসন নির্মাণ করা, এবং এই 500 মিলিয়ন ডলারের প্রতিশ্রুতির সাথে, আমরা আরো প্রয়োজনে তহবিল সংস্থান করবো ।