অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি ২০২৪ ইভেন্টে আইওএস ১৮ সর্বপ্রথম উন্মুক্ত হবে। ইতোমধ্যে অনেকেই এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছে। সম্প্রতি অ্যাপলের নতুন এক রিপোর্টে এ বিষয়ে কিছু ধারণা পাওয়া গেছে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুসারে, অ্যাপলের সিরি কৃত্রিম বুদ্ধিমত্তার বদৌলতে আরও চৌকস হবে। আইওএসের নতুন সংস্করণে এই সংযোজন হতে পারে বলে জানা গেছে।
সিরির নতুন এই সংযোজন আরও চৌকস ও বহুমুখী হবে বলে জানায় প্রতিবেদনটি। সিরি এখন ব্যবহারকারীদের সঙ্গে চ্যাট চালিয়ে যেতে পারবে। শুধু প্রতিবার প্রশ্ন করে সাদামাটা উত্তরই পাবেন না আর। অ্যাপল কারও প্রজেক্টে মনোযোগ না দিয়ে সিরিকে আরও উন্নত করার দিকেই মনোযোগ দিয়েছে বেশি।
তবে প্রতিবেদনে এও বলা হয়েছে, সিরির নতুন সংস্করণ চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি লড়াই করবে না। এখন সিরি যেসব কাজ করে সেসব কাজেই বেশি চৌকস হবে। টাইমার, ক্যালেন্ডার, লিস্টিং বা টেক্সট সামারি করে দেবে ব্যবহারকারীকে। ডিজিটাল অ্যাসিস্ট্যান্টটি আরও চৌকস হয়ে উঠবে নতুন আইওএস সংস্করণে।
সূত্র: টেকরাডার