Tuesday, November 19, 2024
Google search engine
Homeবিজ্ঞান ও প্রযুক্তিস্মার্ট ওয়াচ ব্যবহারের যত সুবিধা

স্মার্ট ওয়াচ ব্যবহারের যত সুবিধা

জীবনকে সহজ করতেই ভালোবাসে মানুষ। তথ্যপ্রযুক্তির আধুনিক এই যুগে মানুষকে তাই এমন কিছু গ্যাজেট বেছে নিতে হয়, যেন খুব দ্রুত ও সহজে সে তথ্য জানতে পারে। স্মার্টফোন ও ইন্টারনেটের কল্যানে মানুষের জীবন হয়েছে এখন অনেক সহজ। তবে বর্তমানে অনেক সুযোগ সুবিধা থাকায় দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে স্মার্টওয়াচ। বাজারে এখন বিভিন্ন মূল্যের স্মার্টওয়াচ পাওয়া যায়। কিন্তু স্মার্টওয়াচ ব্যবহারের সুবিধা কী? আজ সেই বিষয়েই আপনাদের সাথে আলোচনা করব।

সাশ্রয়ী মূল্যেও স্টাইল করতে
বর্তমান বাজারে ভালোমানের ঘড়ির দাম অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে। তবে অল্প দামেই বাজারে বিভিন্ন ধরণের স্মার্টওয়াচ পাওয়া যায়। এই স্মার্টওয়াচ গুলোই থাকে মোটামুটি অনেকেরই সাধ্যের আওতায়। ৩ হাজার বাজেটে চাইলেই বেশ ভালো মানের একটি স্মার্টওয়াচ কিনতে পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, এসব স্মার্টওয়াচের জন্যে আপনাকে স্টাইল বিসর্জন দিতে হবে না।

স্বাস্থ্যসচেতনদের পার্সোনাল ট্রেইনার
করোনা মহামারির সময়ে কমবেশি সবাই স্বাস্থ্যসচেতন হতে শুরু করেছেন। স্মার্টওয়াচে হার্টরেট সেন্সর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাকারসহ অনেক কিছুই থাকে। ফলে আপনার হার্ট রেট, আপনি কতটুকু হেঁটেছেন, কতটুকু ওয়ার্ক আউট করেছেন, ক্যালরি কতটুকু ঝরিয়েছেন, তার সবই জানতে পারবেন।

মোবাইলের ব্যবহার কমাতে
প্রতিনিয়ত ব্যস্ততায় কিংবা অপ্রয়োজনেই আমাদের মোবাইলফোন ব্যবহার করতেই হয়। এই সময়ের স্মার্টওয়াচ মোবাইলফোনের সঙ্গে সংযুক্ত করে নেওয়া যায়। এতে আপনার ফোনের নোটিফিকেশন, কললিস্ট, মেসেজ, সামাজিক মাধ্যমের নোটিফিকেশন সবই দেখতে পাবেন। ফলে আপনার মোবাইলফোনের ব্যবহার কিছুটা হলেও কমবে।

স্মার্টফোনের বদলে স্মার্টওয়াচ
বর্তমানে স্মার্টফোনের সাধারণ ফিচারগুলো কিছু কিছু স্মার্টওয়াচও নিয়ে আসে। শুধু একটা সিম থাকলেই আপনি স্মার্টওয়াচটিকে একটি ফোন বানিয়ে নিতে পারবেন। এতে যারা মোবাইলফোন আসক্তি কমাতে চান, তাদের সুবিধা হবে।

পথ খুঁজুন সহজে
অধিকাংশ স্মার্টওয়াচেই বর্তমানে জিপিএস ট্র্যাকার থাকে। ফলে স্মার্টওয়াচ থেকেই এখন সহজে অচেনা পথকে চেনা বানিয়ে নিতে পারবেন।

ফোন খুঁজে পান সহজে
হঠাৎ করেই ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড আতঙ্ক নিয়ে আপনি চারপাশে খুঁজে বেড়াচ্ছেন। সেক্ষেত্রে স্মার্টওয়াচ কাজে আসে। ফোনের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ‘Find My Phone’ ফিচারের মাধ্যমে কয়েক সেকেন্ডেই খুঁজে বের করুন আপনার মোবাইল। এভাবে অন্তত চুরি যাওয়া ফোনটির অনুসন্ধানেও আপনার সুবিধা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments