কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের বাটলারে সমাবেশে গিয়ে অল্পের জন্য বেঁচে যান মার্কিন প্রেসিডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর করা গুলি কান ভেদ করে চলে যায় তার। আবারও সেখানে সমাবেশ করতে চান এই রিপাবলিকান প্রেসিডেন্টপ্রার্থী। শুক্রবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ কথা জানিয়েছেন।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘একটি বিশাল ও সুন্দর সমাবেশের জন্য পেনসিলভেনিয়ার বাটলারে ফিরে যাব।’ তবে তিনি কখন বা কোথায় সমাবেশটি করতে চান তার বিশদ বিবরণ দেননি।
এদিকে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ও প্রথম এশীয় আমেরিকান হিসেবে কমলা হ্যারিস দ্রুতই ডেমোক্রেটিকদের সমর্থন আদায় করে নিয়েছেন। চলতি সপ্তাহের কয়েকটি জনমত জরিপে তাকে ট্রাম্পের কাছাকাছি নিয়ে এসেছে।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের একটি জরিপে দেখা গেছে, হ্যারিস ৪৭ শতাংশ সমর্থন আর ট্রাম্প ৪৯ শতাংশ সমর্থন নিয়ে কাছাকাছি অবস্থানে আছেন।
অথচ এই মাসের শুরুর দিকে সংবাদপত্রের একটি জরিপে দেখা গেছে, ট্রাম্প বাইডেনের চেয়ে ৬ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন। ওই জরিপে ট্রাম্প পেয়েছিলেন ৪৮ শতাংশ আর বাইডেন ৪২ শতাংশ সমর্থন।