জয় বাংলাদেশ: গ্রীস্মের ছুটিতে এরই মধ্য নিউইয়র্কে বন্ধ হয়েছে স্কুল,কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তারপর ও শিক্ষার্থীরা ফ্রিতে পাবে সকালের নাশতা ও দুপুরের খাবার। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে নিউইয়র্ক পাবলিক স্কুলস। এ উদ্যোগের ফলে, নিউইয়র্ক সিটির কুইন্স, ম্যানহাটনসহ ৫ অঞ্চলের ১০০ টির ও বেশি স্থানে মিলবে এ খাবার। যা বিনামূল্যে গ্রহণ করতে পারবে ১৮ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীরা। এর জন্য কোনো স্কুলের আইডি , সাইনআপ বা কাগজপত্রের প্রয়োজন পড়বে না। বিনামূল্যে এ খাবার সুবিধা নিতে হলে কেবল যেতে হবে , আশেপাশের সিটি পাবলিক স্কুল, লাইব্রেরি, পার্ক, জাদুঘরের মতো জায়গাগুলোতে।
খাবার বিতরণের সময়ও বেঁধে দিয়েছে এনওয়াইসি পাবলিক স্কুলস্। প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত নেয়া যাবে সকালের নাশতা এবং দুপুরের খাবার সংগ্রহ করতে হবে ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে। সপ্তাহে সাত দিন খোলা থাকছে এ সুবিধা। প্রতিদিন কি খাবার খেতে পারবে শিক্ষার্থীরা সেটির ও তালিকা এরই মধ্যে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।