Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিক২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ১২২ ফিলিস্তিনি, আহত ২৫৬

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ১২২ ফিলিস্তিনি, আহত ২৫৬

গাজায় ইসরায়েলি সামরিক হামলায় গত ২৪ ঘণ্টায় ১২২ ফিলিস্তিনি নিহত এবং আরও ২৫৬ জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ২২ হাজার ৭২২ ফিলিস্তিনি নিহত ও ৫৮ হাজার ১৬৬ জন আহত হয়েছেন। আরও ৭ হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে শনিবার খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২২ ফিলিস্তিনি। শুক্রবার রাতভর গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরের আল মানারার দুটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এছাড়া ইসরায়েলি বাহিনী গাজার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম জুড়ে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এর তীব্র প্রতিরোধ জানাচ্ছে ফিলিস্তিনবাসী।

স্থানীয় বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের আল মানারার একটি বাড়িতে ইসরায়েল বাহিনীর হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। হামলায় আহতদের খান ইউনিসের ইউরোপিয়ান হসপিটালে নেওয়া হয়েছে।

অপরদিকে, গাজার দেইর আল বালাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শুক্রবার (৫ জানুয়ারি) গাজার নুসেইরাত, মাগাজি ও বুরেজ শরণার্থী শিবিরসহ বেশ কিছু জায়গায় হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। সেদিন সকাল থেকে এখন পর্যন্ত গাজার মধ্যাঞ্চলে কয়েক দফা হামলায় ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৬০ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments