জয় বাংলাদেশ : আসন্ন মার্কিন নিবার্চনকে কেন্দ্র করে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিবার্চনে দুই প্রার্থীকে নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা এরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ভোটারদের মাঝে । ইতোমধ্যে কয়েকটি স্টেটে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে । এই ভোটদান প্রক্রিয়ায় নিজেকে অন্তভুর্ক্ত করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। যদিও এখনও হাতে বেশ কিছুটা সময় রয়ে গেছে প্রেসিডেন্ট নিবার্চনের। তারপরও গত ২০ সেপ্টেম্বর ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও মিনেসোটার বাসিন্দাদের দেখা গেছে সশরীরে ভোটকেন্দ্রে হাজির হতে।
খুব ভোরবেলায় ভার্জিনিয়ার আর্লিংটন নির্বাচন কেন্দ্রে ৫৬ বছর বয়সী টম কিকে ভোট দিতে এসে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনি এটাই অনুভব করতে পারছেন যে, আমরা এই প্রক্রিয়ার অংশ।’ তার স্ত্রী ৫৫ বছর বয়সী মিশেল জানান, আগাম ভোট দিয়ে তার বন্ধু ও প্রতিবেশীর সামনে উদাহরণ তৈরি করে তিনি খুব সুখী অনুভব করছেন।
এদিকে , অক্টোবরের মাঝামাঝি সময়ে আরও অনেক অঙ্গরাজ্যের নাগরিকরা ভোট দিতে শুরু করবেন। বিশেষ করে যেসব ভোটার ৫ নভেম্বরে ভোট দিতে সরাসরি কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না তারা আগাম ভোট দেয়ার কার্যক্রমটি সেরে ফেলবেন। তবে যুক্তরাষ্ট্র জুড়ে ৫ নভেম্বর ভোটগ্রহণ শেষে একযোগে প্রকাশিত হবে ওইসব আগাম ভোটের ফলাফল। এই আগাম ভোট শেষ হচ্ছে ২ নভেম্বর। এরই মধ্যে রেজিস্টার অফিসসহ অনেক কাউন্টিতে অন্তত একটি করে ভোটের কেন্দ্র খোলা হয়েছে এরই মধ্যে। ভার্জিনিয়ার ভোটাররা আগামী ১৫ অক্টোবরের মধ্যে রেজিস্টার অফিসে ব্যক্তিগত ই-মেইল অথবা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরও বিভিন্ন কারণে যারা ভোট দিতে পারবেন না তাদের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানা গেছে। নিবার্চনের দিন সন্ধ্যা ৭টার মধ্যে ব্যক্তিগতভাবে জমা দিতে হবে ই-মেইল ব্যালট। আর ডাকযোগে পাঠালে ৮ নভেম্বরের মধ্যে।
উল্লেখ্য যে, ভোট প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের আছে নিজস্ব নিয়ম কানুন। এগুলোর মধ্যে রয়েছে ডাকযোগে ও সশরীরে আগাম ভোট প্রদান। এছাড়া নিবার্চনের দিন ভোট প্রদান অথবা এই তিনটি প্রক্রিয়ার সংমিশ্রণ। যার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট নিবার্চন করে যুক্তরাষ্ট্র।
নিউইয়র্কে আর্লি ভোট বা আগাম ভোট শুরু হবে আগামী ২৬ অক্টোবর থেকে। চলবে নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত । ৫ নভেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কে আগাম ভোট—
২৬ অক্টোবর ২০২৪, (শনিবার), সকাল ৮ থেকে বিকেল ৫টা , ২৭ অক্টোবর ৮টা থেকে বিকাল ৫টা৷ ২৮ অক্টোবর ২০২৪ (সোমবার) সকাল ৮টা থেকে রাত ৮টা , ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৮টা। ৩০ অক্টোবর ২০২৪ (বুধবার), সকাল ৮টা থেকে রাত ৮টা , ৩১ অক্টোবর ২০২৪ (বৃহস্পতিবার), সকাল ৮টা থেকে রাত ৮টা। নভেম্বর ২০২৪ (শুক্রবার), সকাল ৮টা থেকে রাত ৮টা ০২ নভেম্বর ২০২৪ (শনিবার), সকাল ৮টা থেকে বিকেল ৫টা এবং ০৩ নভেম্বর ২০২৪ (রবিবার), সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ।