Tuesday, November 19, 2024
Google search engine
Homeআন্তর্জাতিক৩,৮০০ কোটি ডলারে ব্যবসা বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিল সুপারশপ চেইন ‘সেভেন ইলেভেন’

৩,৮০০ কোটি ডলারে ব্যবসা বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিল সুপারশপ চেইন ‘সেভেন ইলেভেন’

জয় বাংলাদেশ : সুপার শপ চেইন ‘সেভেন ইলেভেন’ কিনে নিতে ৩৮ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল কানাডার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আলিমেন্টেশন কুশ-টার্ড (এসিটি)। তবে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে সেভেন ইলেভেনের জাপানি মালিক সেভেন অ্যান্ড আই হোল্ডিংস।

সেভেন ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব দিলে প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ‘সেভেন অ্যান্ড আই’, আলিমেন্টেশন কুশ-টার্ডকে (এসিটি) একটি চিঠিতে জানায়, ব্যবসা বিক্রির প্রস্তাবে এসিটি কোম্পানির মূল্যকে ‘অত্যন্ত কম’ হিসেবে দেখিয়েছে এবং এতে অনেক নিয়ন্ত্রক ঝুঁকি রয়েছে। প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা আইন সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

সেভেন অ্যান্ড আই জানিয়েছে, তারা আলোচনার জন্য উন্মুক্ত এবং আরও ভালো কোনো প্রস্তাব পেলে তা বিবেচনা করতে প্রস্তুত। সিটি তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

চিঠিতে আরও জানানো হয়েছে, এসিটি তাদের প্রাথমিক প্রস্তাবে সেভেন ইলেভেন শেয়ার মূল্য ১৪ দশমিক ৮৬ ডলার হিসেবে নির্ধারণ করেছে, যা প্রস্তাব ঘোষণার আগের শেয়ারমূল্যের চেয়ে ২০ শতাংশ বেশি।

জাপানি ইয়েনের মান মার্কিন ডলারের বিপরীতে কম থাকায়, অনেক বিদেশি ক্রেতারা সেভেন ইলেভেন কেনার বিষয়টিকে এখন একটি মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন।

বিশ্বজুড়ে ২০টি দেশে ৮৫ হাজারেরও বেশি আউটলেট নিয়ে সেভেন ইলেভেন বিশ্বের সবচেয়ে বড় কনভিনিয়েন্স সুপার শপ চেইন। অন্যদিকে, কানাডার কুইবেক-ভিত্তিক এসিটি মূলত টরন্টো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং এটি উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ৩০টিরও বেশি দেশে প্রায় ১৭ হাজার আউটলেট পরিচালনা করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নতুন সংবাদ

Recent Comments